আন্তর্জাতিক ডেস্ক : রূপকথার রাপুঞ্জেল যেন নেমে এসেছে ভারতের উত্তর প্রদেশে। কিন্তু সে মেয়ে নয় ছেলে। পুরুষ কিশোর হিসেবে সবচেয়ে লম্বা চুলের মালিক হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল। তার চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির মাধ্যমে জানা যায়, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সী চাহাল। চুল পরিষ্কারের জন্য মাথা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় তাকে। সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয়। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই তার একদিনের মতো সময় লেগে যায়।
চাহাল শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন। চাহালের পরিবার এবং তার অনেক বন্ধু শিখ; তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই।
গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে চাহালকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করেন তিনি।
ASHLEIGHBALLDRAINERstillMAKESmeEXPLODEwhenIjackoff!!
4 days agoExccellent weblog here! Allso yoour web site so much
upp fast! Whhat host are you thhe usge of? Caan I am gefting yoiur associate hyperlink tto our host?
I wanbt mmy weeb site loaded uup ass quickly aas yours lol
Be the first to comment