মুক্তির প্রথম দিনেই দর্শক খরায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। ঢাকাসহ সারা দেশে দর্শকের উপচে পড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে যে সিনেমা সেটিই পুরো উল্টো চিত্র যেন কলকাতায়।
বলছেন, দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি।
দেশ মাতিয়ে গতকাল শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। জানা গেছে, সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি।
সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক, নায়িকা, কলাকুশলীরা অংশ নেন। অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। ছোট পর্দার অভিনয়শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এ সিনেমার প্রিমিয়ার শোতে।
জমকালো প্রিমিয়ার শোর পর যখন এসভিএফ প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিল তখন তেমন দর্শক সাড়া পায়নি সিনেমাটি।
ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে শনিবার (৬ জুলাই) জানা গেছে, বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা। সাউথ সিটি আইনক্সে দুপুর ১২টার টিকিট বুক হয়েছে ১৪টি। বিকেল ৪.৪০-এর এখন পর্যন্ত ১৭টি টিকিট বুক হয়েছে বলে জানা গেছে।
রিলিজের দ্বিতীয় দিনেও দর্শক খরার এমন চিত্র দেখা গেছে! এ বিষয়ে হল মালিকরা
দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি।
Please confirm you want to block this member.
You will no longer be able to:
Please note: This action will also remove this member from your connections and send a report to the site admin. Please allow a few minutes for this process to complete.