ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার ৭ জুলাই দুপুর দেড়টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্রেনচালক বাপ্পি (২৫) ও হেলপার পারভেজ (২৪)। তারা চট্টগ্রাম সীতাকুণ্ডের বাসিন্দা।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। তাই সড়কের পাশের গাছ কাটা হচ্ছে। আজ দুপুরে কাটা গাছের অংশ ক্রেনে করে ট্রাকে ওঠানো হচ্ছিল। এ সময় পাশের বিদ্যুৎ সঞ্চালনের তারে ক্রেনটি স্পৃষ্ট হয়। এতে ক্রেনের চালক ও হেলপার মৃত্যুবরণ করেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।