না ফেরার দেশে বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিথিলা

বাংলাদেশ নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ টিমের সাবেক খেলোয়াড় মিথিলা আক্তার আর নেই। মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যুবরণ করলেন সাবেক এই ফুটবলার।

সোমবার ৮ জুলাই দেওয়া এক বিবৃতিতে সাবে এই ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাফুফে জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন মিথিলা। রোববার (৭ জুলাই) রাতে তার মৃত্যু হয়।

এ নারী ফুটবলারের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়েছে।

See also  কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যেসব কারণে ব্রাজিলের এমন এতো বড় পতন