ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীতে অবৈধ কারেন্ট জাল অপসারণের অভিযান

সোমবার, ৮ জুলাই ২০২৪ বিকেলে তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে মজলিশপুর ইউনিয়ন পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রায় ত্রিশটি অবৈধ রিং জাল, দুই হাজার মিটার কারেন্ট জাল ও পনেরোটি খেও উচ্ছেদ এবং খেও থেকে নব্বইটি বাঁশ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন মো. মোনাববর হোসেন, সহকারী কমিশনার (ভূমি), ব্রাহ্মণবাড়িয়া সদর।

সঙ্গে ছিলেন মো. ছায়েদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া সদর ও তরী বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল।

সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

এসময় একজনকে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে আটক করা হয়। পরে উক্ত অপরাধ আর করবে না বলে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত জাল আনন্দ বাজার ঘাটে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ক্রেনচালক ও হেলপারের মৃত্যু