লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার চরগাজী ও চর আলগী ইউনিয়নের পৃথক দুইটি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত এক শিশুর নাম দুর্জয় (২)। সে চরগাজী ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে।চর আলগী ইউনিয়নের নিহত শিশুর নাম আবদুল্লাহ (২)। তার বাবার নাম নুরনবী।
চরগাজী ইউনিয়নের ইউপি সদস্য শিশু দুর্জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্জয়ের পরিবারের সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত ছিল। এ ফাঁকে সবার অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজি করে তাকে পানিতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’