অন্ধ জমিদার হয়ে পর্দায় আসছেন ঋত্বিক

  বিনোদন :   ছবির কাজ শুরু করেছেন চলেছেন টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এক অন্ধ জমিদারের চরিত্রে প্রথমবার বড় পর্দায় আসছেন অভিনেতা। ছবি ‘পরিচয় গুপ্ত’। পরিচালনায় রণ রাজ।

সামনে এসেছে পারিবারিক রহস্যে মোড়া ছবির প্রথম অফিসিয়াল টিজার। ছবিতে ঋত্বিক চক্রবর্তী ছাড়াও থাকছেন  ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন দর্শনা বনিক, অয়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য,বরৌনক ভট্টাচার্যসহ আরও অনেকে।

গল্পে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে এক অন্ধ জমিদার চরিত্রে। লুকে রয়েছে বেশ চমক। এইভাবে অভিনেতা প্রথমবার আসছেন দর্শকদের সামনে। অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্ত সুদর্শন প্রত্নতাত্বিক। পাশাপাশি জয় সেনগুপ্তের লুকেও রয়েছে বিশেষ চমক। টানটান উত্তেজনায় মোড়া এই ছবির টিজার দর্শক মনে বেশ আগ্রহ তৈরি করেছে।

ছবি প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী জানিয়েছেন, এমন চরিত্রে পর্দায় আসেননি তিনি। এরকম গল্পে যদিও দর্শক দেখেছেন তাকে। গল্প বেশ ইন্টারেস্টিং, তাই রাজি হওয়া এই ছবিতে। ছবির পরতে লুকিয়ে থাকা রহস্যের স্বাদ পছন্দ করবে দর্শক বলে আশাবাদী অভিনেতা।

পরিচালকের কথায়, ছবির টাইটেল শুনে বোঝা যাচ্ছে কোনো কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে। কিন্তু সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয়। আর সেই নিয়ে ‘পরিচয় গুপ্ত’।

ছবির শুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায়। চলতি বছরেই মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’।

 

See also  বিশ্বের প্রথম এআই সুন্দরী কে এই নারী