অস্ত্র-গুলিসহ দুই চরমপন্থি নেতা গ্রেফতার

যশোরে দুটি বিদেশি পিস্তল ও একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ দুই চরমপন্থি নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব ।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার দুব্বাচারা গ্রামের মৃত তেজারত মণ্ডলের ছেলে চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের কমান্ডার ও কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুল লতিফ লাট্টু (৬০) ও তার সহযোগী একই এলাকার মৃত মঈনুদ্দিন মণ্ডলের ছেলে ইদ্রিস মন্ডল (৪৫)।

র‌্যাব -৬ যশোরের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে কয়েকজন চোরাকারবারি যশোরের দিকে আসছে। এরপর র‌্যাব একটি টিম বেনাপোল সড়কের দলুর গেট পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে গাড়ি চেক করা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিগন্যাল দিলে দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আব্দুল লতিফ লাট্টু ও ইদ্রিস মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে করে দু’টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও  জানান র‌্যাবের  এ কর্মকর্তা।

See also  দিনাজপুরে ট্রাক-ভটভটি সংঘর্ষে যুবক নিহত