পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পরিবর্তে দেয়া হলো দ্বিতীয়পত্রের প্রশ্ন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চলমান এইচএসসিতে একটি কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথমপত্রে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের হাতে দ্বিতীয়পত্রের প্রশ্ন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় স্বরণী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে কেন্দ্র পর্যবেক্ষকদের বিষয়টি অবগত করা হলে তারা ওই প্রশ্ন ফিরিয়ে নেন। এরপর এক ঘণ্টা পিছিয়ে দুপুর ১২টায় নির্ধারিত প্রশ্নে পরীক্ষা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম টিবিএসকে।

তিনি বলেন, কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলা ও অসতর্কতার কারণে এমনটা ঘটতে পারে।  বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন পরিবর্তন করে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের। আর দেখেশুনে প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের।

এমন ভুলের জন্য বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বোর্ডের ওই চেয়ারম্যান।