এআই প্রযুক্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বর্তমানে অনেক অভিনব জিনিস তৈরি হচ্ছে। এবার হয়ে গেল এআই সুন্দরী প্রতিযোগিতা। মরক্কোর ইনফ্লুয়েন্সার কেনজা লাইলি নামে একজন জয়ী হয়েছেন।
তবে এখানে যোগ্যতা যাচাই করা হয়েছে অন্যভাবে। কেনজা লাইলির সৌন্দর্য এখানে ততটা বিবেচিত ছিল না। বরং এআই এর ব্যবহার এখানে মুখ্য ছিল। প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এ মডেল বানিয়েছেন, তা যাচাই করা হয়েছে। এখানে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে।
চলতি বছরের এপ্রিল মাসে আয়োজন করা হয় বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা ‘মিস এআই’। এআই কনটেন্ট-নির্ভর ওয়েবসাইট ফ্যানভ্যু আয়োজন করে ইভেন্টটি। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এর চূড়ান্ত আসর। এতে মরক্কোর হিজাবি ইনফ্লুয়েন্সার কেনজা লাইলির মাথায় উঠেছে বিজয়ীর মুকুট।
কেনজা লাইলি তার এআই সৌন্দর্য দিয়ে প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলেছেন। এ ছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।
কেনজা লাইলি হিজাব পরিহিত অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। তিনি মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার।