ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়ন করণের দাবীতে উদীচী’র মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়নসহ কালনী এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির, ২নং প্লাটফর্মের পূর্বাংশ শেড নিমার্ণসহ নিম্নবর্ণিত গণদাবিতে আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টায় উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন।

সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান-এর সঞ্চালনায় গণদাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন,অ্যাড.আব্দুর নুর-সভাপতি সম্মিলিত সাংস্কৃতিকজোট ব্রাহ্মণবাড়িয়া শাখা, মো. ফারুক আহমেদ ভূঁইয়াসহ-সভাপতি উদীচী ব্রাহ্মণবড়িয়া জেলা সংসদ, নন্দলাল দাস-সহ-সভাপতি-উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ, শাহজাহান সোহেল -সহ-সভাপতি উদীচী জেলা সংসদ, কবি ও সিনিয়র লেকচারার আবু হানিফ -সদস্য জেলা উদীচী, হারুন আল রশিদ- নির্বাহী সম্পাদক -চেতনায় ব্রাহ্মণবাড়িয়া, অ্যাড. আনোয়ার কবির খাঁন-কোষাধ্যক্ষ উদীচী ব্রাহ্মণবাড়িয়া, অ্যাড.নাসির মিয়া -সাধারণ সম্পাদক অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া, হুমায়ুন কবির-সভাপতি কবির কলম, কবি মাশরেকী শিপার, কবি ইউনুস সরকার।

উপস্থিত সকলকে উদীচী জেলা সংসদ কৃতজ্ঞতা জানান। এ ব্যাপারে আগামি রবিবার ১৪ জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হবে।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা