বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশমন্ত্রীর

বিশ্বব্যাপী বর্জ্য সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও শক্তিশালী অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শুক্রবার (১২ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের ‘পার্টনারশিপ ফর অ্যাড্রেসিং দ্য ওয়েস্ট ক্রাইসিস অ্যান্ড এক্সেলারেটিং সার্কুলারিটি: এ নিউ পলিসি সাপোর্ট ইনিশিয়েটিভ ফর ডেটা অ্যান্ড অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘের এই প্রোগ্রামটি বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন নীতি সমর্থন প্ল্যাটফর্ম এবং প্রকাশনার সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো- লাইফ-সাইকেল পদ্ধতির মাধ্যমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে রিসোর্স সার্কুলারিটি অগ্রসর করার জন্য প্রয়োজনীয় ডেটা, প্রযুক্তিগত দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি এবং অর্থায়নের চাপের দুর্বলতা মোকাবিলায় জাতিসংঘের সদস্য দেশগুলোকে সহায়তা করা।

অনুষ্ঠানে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা অনুশীলনের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি এবং বর্জ্য সম্পদের সার্কুলারিটি বাড়াতে উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে বাংলাদেশের নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরেন পরিবেশমন্ত্রী।

এছাড়াও, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মুহাম্মদ;  আচিম স্টেইনার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক;  চুন কিয়ো পার্ক, জাতিসংঘের টেকসই উন্নয়ন অফিসের প্রধান (ইউএনওএসডি) এর সঙ্গেও পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।  ওই সব বৈঠকে পরিবেশমন্ত্রীর সঙ্গে ছিলেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত।

See also  জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা