সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যক্তি জীবনে শত্রুর পরিমাণ বেড়ে গেছে বলে জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। একই সঙ্গে এও জানিয়েছেন, বিয়ে করলে কোনো সেলিব্রেটিকেই করবেন অভিনেত্রী।
বেসরকারি একটি টিভি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে মিষ্টি প্রথমে জানান, শুক্রবার (১২ জুলাই) বৃষ্টিস্নাত দিনের অভিজ্ঞতা।
মিষ্টি বলেন, অল্প সময়ের রাস্তা পেরোতে দীর্ঘ তিন ঘণ্টা লেগেছে বৃষ্টির জন্য। হঠাৎ মাঝপথে গাড়ি স্টপ হয়ে যাওয়ায় ভাড়া করা লোক ও আমাদের দুজন মিলে অনেক কষ্টে গাড়ি চালু করি।
এরপর মিষ্টি জানান, ব্যক্তি জীবনে শত্রুর পরিমাণ এত বেড়ে গেছে যে, অনেক শত্রুই আমার ক্লিনিকে অকারণে নোটিশ পাঠাচ্ছে। আমি রোগী দেখতে পারি না, কিংবা আমি রোগীদের ভুল চিকিৎসা দিই এই সব প্রমাণ করতে অনেকে রোগী সেজে আমার ক্লিনিকে ভিড় জমাচ্ছেন। কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শত্রুর সংখ্যাও বাড়ছে বলতে পারেন।
অভিনেত্রীর বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি বলেন, আমি অনেকের প্রেম নিবেদন পাই। তবে সে বিষয়ে কিছু বলতে চাইছি না। এটা শুধু বলতে পারি, আমি বিয়ে করলে কোনো সেলিব্রেটিকেই করব। এরজন্য আবার কেউ এটা ভাববেন না, আমি কোনো নায়ককে বিয়ে করতে চলেছি। সেলিব্রেটি মানে পরিচালক, প্রযোজক, খেলোয়াড় কিংবা গায়ক যে কেউ হতে পারে।
প্রসঙ্গত, ২০১৪ সালে লাভ স্টেশন সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মিষ্টি জান্নাত। ব্যক্তিগত জীবনে পেশায় একজন ডাক্তার ও ব্যবসায়ী তিনি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিদেশের অনেক প্রোগ্রামেই অংশ নেন অভিনেত্রী।