লিওনেল মেসি স্পেন ছেড়েছেন ২০২১ সালে। তার ঠিক চার বছর আগে রিয়াল মাদ্রিদকে তাদেরই ঘরের মাঠে হতাশ করে বার্সেলোনাকে এনে দিয়েছিলেন রোমাঞ্চরকর এক জয়। এরপর নিজের ১০ নম্বর জার্সিটি উচিয়ে ধরে মেতেছিলেন উল্লাসে। সান্তিয়াগো বার্নাব্যুতে তার সে আইকনিক উদযাপনের স্মৃতি ৭ বছর পর আবার ফেরালেন এক বক্সার।
এলক্লাসিকো, ২০১৭। স্পেনের দুই পরাশক্তি ক্লাবের দ্বৈরথ। টানটান উত্তেজনায় নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতায়। এরপরই দৃশ্যপটে হাজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যে মুহূর্তটা ভুলে যেতেই চাইবেন রিয়ালের সমর্থকরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোদের হতাশায় ডুবিয়ে যোগ করা সময়ে বার্সাকে জয়সূচক গোল এনে দেন মেসি। এরপরই জার্সি উচিয়ে ধরে মেতে ওঠেন উল্লাসে। তার সে ঐতিহাসিক উদযাপন এরপর অনুরকরণ করেছেন আরও অনেকে।
কিন্তু ৭ বছর পর তাতে ভিন্ন মাত্রা দিলেন আর্জেন্টাইন স্ট্রিমার ইবাই ল্যানোস। সান্তিয়াগো বার্নাব্যুতে এক বক্সিং এক্সিবিশনে জয়ের পর মেসির বার্সার ১০ নম্বর জার্সিটি উচিয়ে ধরেন ৮৫ হাজার সমর্থকের সামনে। স্মৃতি ফিরিয়ে আনেন ২০১৭ সালের সে রোমাঞ্চকর এল ক্লাসিকোর। ইবাইয়ের সে মঞ্চায়ন মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
মেসি ক্যাম্প ন্যু ছেড়েছেন ৩ বছর হলো। কিন্তু এখনো বার্সা সমর্থকদের হৃদয়ে জায়গা করে আছেন এ ফুটবল জাদুকর। অবশ্য ১৭ বছর ধরে ক্লাবকে একাধিক অর্জন এনে দেওয়া খেলোয়াড়কে সমর্থকরা এত সহজে ভুলবেনই বা কী করে!