অন্তঃসত্ত্বা দীপিকাকে জড়িয়ে ধরলেন শাহরুখ, কী বললেন রণবীর

বিনোদন :   অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অংশ নেন দেশ-বিদেশের অনেক সেলিব্রেটি। এদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, অভিনেতা রণবীর সিং ও মেগাস্টার শাহরুখ খান। বিয়ের আসরে এ তিন সেলিব্রেটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে অবাক বনে গেছেন নেটিজেনরা

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্ত ও রাধিকার বিয়ের আসর একাই মাতিয়েছেন রণবীর সিং। নাচের পারফরম্যান্সে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে একাই প্রবশে করতে দেখা গেছে অন্তঃসত্ত্বা দীপিকাকে।

লাল রঙের জমকালো সালোয়ার কামিজের সঙ্গে সিঁদুর, টিপ, গলায় ভারী নেকলেস পরেছিলেন দীপিকা। খোপায় পরেছিলেন তাজা সাদা ফুলের মালা। বেবি বাম্প স্পষ্ট হওয়ায় মাতৃত্বের পুরো সৌন্দর্য ছড়িয়ে পড়ছিলো দীপিকার চেহারায়।

দর্শকের সারিতে বসে সবার পারফরম্যান্স উপভোগ করেন অভিনেত্রী। এরপর রণবীরকে দেখা যায়, নিজের পারফরম্যান্স শেষ হতেই দর্শকসারিতে স্ত্রী দীপিকার পাশে বসেন। এ সময় সেখানে উপস্থিত হন শাহরুখ খান।

দীপিকাকে ক্যারিয়ারের ‘লাকি চার্ম’ মনে করেন শাহরুখ। ‘ওম শান্তি ওম’ সুপারহিট সিনেমার পর সব ছবিতেই দীপিকার সঙ্গে শাহরুখের জুটি করা সিনেমা ব্লক ব্লাস্টার হিট। ক্যারিয়ারে কামব্যাক সিনেমা ‘পাঠান’-এ দীপিকার হাত ধরেই শাহরুখ পেয়েছেন অভাবনীয় সাফল্য।

তাই আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দীপিকাকে দেখেই অভিনেত্রীকে ভালোবেসে উষ্ণ আলিঙ্গন করেন শাহরুখ। এ সময় পাশে বসে থাকা রণবীর উঠে দাঁড়ান। গর্ভবতী স্ত্রীকে দ্রুত সিটে বসিয়ে শাহরুখের সঙ্গে নিজেও উষ্ণ আলিঙ্গন করেন, হাত মিলিয়ে করেন শুভেচ্ছা বিনিময়। যত্নবান স্বামীর আচরণ প্রিয় অভিনেতার মধ্যে দেখতে পাওয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন রণবীর।

See also  মিষ্টি জান্নাতের শত্রু বেড়েছে যে কারণে