ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার ১৫ জুলাই সন্ধ্যার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয়ধারী ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। অজ্ঞাত পরিচয়ধারী নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।