এর আগে, বেলা আড়াইটার দিকে জেলা ছাত্রলীগের নেতৃত্বে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মী অবস্থান নিলেও বিকাল সাড়ে চারটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে বেশিক্ষণ অবস্থান ধরে রাখতে পারেনি ছাত্রলীগের নেতাকর্মীরা।
তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় কয়েক দফা। এক পর্যায়ে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ককের ভেলানগর এলাকাটি দখলে নিয়ে যায়। এতে করে ঢাকা-সিলেট মহাসড়ককের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।