কোপা আমেরিকার ফাইনালে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। মঙ্গলবার (১৬ জুলাই) সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে মেসির ক্লাব মায়ামি জানিয়েছে, সেই চোটের কারণে মেসির পায়ের লিগামেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
মেসির ইনজুরি নিয়ে তার ক্লাব ইন্টার মায়ামি একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, ‘মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তাঁর পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’
মঙ্গলবার মায়ামির কোচ তাতা মার্তিনো জানিয়েছিলেন, ইনজুরির কারণে এমএলএসের পরের দুই ম্যাচে পাওয়া যাবে না মেসিকে। তবে পরীক্ষার পর যে রেজাল্ট এসেছে তাতে মেসি কবে নাগাদ মাঠে ফিরবেন তা নিশ্চিত নয়।
কোপার ফাইনালে ম্যাচের ৬৪ মিনিটে পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন মেসি। তখন বেঞ্চে বসে কাঁদছিলেন তিনি। এরপর দেখা যায় তার ডান পা ফুলে গেছে। তবে শিরোপা জয়ের পর মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন।