কোটা আন্দোলনে নিহত তিন ছাত্রলীগ কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে ব্রাহ্মণবাড়িয়ায় গায়েবানা জানাজা পড়েছে জেলা ছাত্রলীগ। বুধবার (১৭ জুলাই) দুপুরে জোহরের নামাজ আদায় শেষে শহরের ট্যাংকেরপাড় জামে মসজিদ ময়দানে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল ওয়াহেদ খান লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাজা আদায় শেষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন অভিযোগ করে বলেন, যৌক্তিক কোটা আন্দোলনের পক্ষে আমরা ছিলাম। কিন্তু এই কোটা আন্দোলনের ভেতরে বিএনপি জামায়াত-হেফাজত-শিবিরের কর্মীরা মিশে আন্দোলনকে সহিংস রূপ দিয়েছে। কোটা আন্দোলনের নামে ছাত্রলীগের তিন জন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রলীগ কর্মীদের হত্যার ঘটনায় গায়েবানা জানাজা পড়েছি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্দোলনের নামে ছাত্রদল, শিবির হেফাজতের কর্মীরা কোটা আন্দোলনে প্রবেশ করেছে। আজ দুপুরে আমাদের ছাত্রলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিনকে পিটিয়ে আহত করে। আমরা এর ঘটনা নিন্দা জানাই। আগামী দিনে আমরা যেকোনও সহিংসতা রোধে মাঠে থাকবো।