ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতেছে স্পেন। শিরোপা জয়ের পরের দিন নিজ দেশে বাধভাঙ্গা উল্লাস করে লা রোজারা। সেখানে সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপন করার সময় ভুলে জিব্রাল্টারকে নিজেদের দাবি করে বিপাকে স্পেনের ফুটবলাররা।
এবারের ইউরোতে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ব্যালন ডি’অরের দৌড়েও ভালো অবস্থানে আছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। তবে শিরোপা উদযাপনের সময় সমর্থকদের সঙ্গে জিব্রাল্টারকে নিয়ে গান গাওয়ায় বিপাকে পড়েছেন রদ্রি।
রদ্রি গানের ছলে বলেন, ‘জিব্রাল্টার হলো স্পেনের’। আর তাতেই ক্ষোভে ফুঁসছে জিব্রাল্টার। ১৭১৩ সালে থেকে ব্রিটিশদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে জিব্রাল্টার। কিন্তু স্প্যানিশরা মনে করেন, জিব্রাল্টারকে স্পেনের কাছে ফেরত দেয়া উচিত।
জিব্রাল্টারের স্বরাষ্ট্রমন্ত্রী ফাবিয়ান পিকার্দো ক্ষুব্ধ হয়ে বলেছেন, খেলার সঙ্গে রাজনৈতিক মন্তব্য করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা তার দেশের নাগরিকদের জন্য অপমানজনক। জিব্রাল্টারের ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যে উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে স্পেনের এমন মন্তব্যের ব্যাপারে।
জিব্রাল্টারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খেলার সঙ্গে এমন মন্তব্য স্বৈরাচারী গণহত্যাকারী ফ্রাঙ্কো এবং তার ফ্যাসিস্ট সরকারের প্রতিবেশীদের দখল করার মনোভাবকেই বুঝায়। তারাও উয়েফার একটি দেশ এবং এটি জঘন্য মন্তব্য।’