টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এতে এ পর্যন্ত সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন বাস্তবায়নে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার জন্য পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ শতাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। সময় সংবাদের সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে।