মহামারি করোনা ভাইরাসের সূত্র ধরেই ২০২০ টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল প্রায় বছর খানেক পরে অর্থাৎ ২০২১ সালে। করোনা ভাইরাস এবার ততটা প্রকট আকার ধারণ না করলেও প্যারিস অলিম্পিক শুরুর আগেই কোভিড নিয়ে দুশ্চিন্তার ভাঁজ আয়োজকদের কপালে। কেননা এরই মধ্যে অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর মহিলা দলের পাঁচ খেলোয়াড় এবং পুরুষ দলের দুই খেলোয়াড় এই ভাইরাসের কবলে পরেছেন।
আনুষ্ঠানিকভাবে কালই পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ প্যারিস অলিম্পিকের এবারের আসর। প্রতিযোগিতাকে কেন্দ্র করে এরই মধ্যে সেইন নদীর তীরে অবস্থিত ফ্রান্সে পা রেখেছে অসংখ্য খেলোয়াড়রা।
এর আগে অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর পুরুষ দলের দুই সদস্য হালকা জ্বর নিয়ে প্যারিসের বিমান ধরেছিলেন। প্যারিসে পা রাখলেই করোনা উপসর্গ দেখা দেয় তাদের। পরবর্তীতে পরীক্ষার ফলও আসে পজিটিভ। আর তাতেই বাধে বিপত্তি। এ বার মহিলা দলের পাঁচ খেলোয়াড় আক্রান্ত হলেন । কোভিড আক্রান্তদের গেম ভিলেজ থেকে সরিয়ে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া দলের প্রধান আনা মেয়ার্স বলেছেন, ‘আমাদের দু’জন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ হয়েছে। সোমবার রাতে রিপোর্ট হাতে এসেছে। তাদেরকে আলাদা করে রাখার ব্যবস্থাও করা হয়েছে। দলের অন্যান্য খেলোয়াড়দের সমস্যা নেই। সুতরাং এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
তিনি আরও জানিয়েছেন, ‘সাবধানতা অবলম্বন করতে তাদেরকে বলা হয়েছে বাকিদের থেকে দূরে থাকতে। সকালে দলের সঙ্গে ওরা ব্রেকফাস্ট করেনি। তবে পরিস্থিতি টোকিওর মতো নয়। কোভিড এখন অন্যান্য সাধারণ ফ্লু এর মতো হয়ে গিয়েছে। তাই চিন্তার কিছু নেই। দু’দিন পরই ওরা প্রাকটিসে যোগ দিবে। তাই মাত্র দুদিন তাদের কোয়ারেন্টাইনে রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে কথা বলেছেন আয়োজক ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভ্যালেটক্স। তিনি জানান, ‘ফ্রান্সে এখনো করোনা ভাইরাস রয়েছে। তবে আতঙ্ক বা দুশ্চিন্তার কিছু নেই। কারণ আক্রান্তের সংখ্যাও খুব বেশি নয়। পরিস্থিতি সম্পর্কে আমরা সবসময় সচেতন। প্রয়োজনীয় সব ব্যবস্থাও নিয়ে রেখেছি। কোভিড বর্তমানে আগের মতো সংক্রামক নয়। উদ্বেগের কিছু নেই।’
উল্লেখ্য, অলিম্পিকের এবারের আসরে মোট ৩২টি খেলায় ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।