কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার ও নিহতদের স্মরণে শোক র্যালি ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার (২৭ জুলাই) দুপুরে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের ১ নং রেলগেট এলাকা থেকে শোক র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গনাসাস মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের আহসানুল হাবিব সাঈদ, রেবতী বর্মন, গোলাম রব্বানী সহ অন্যান্যরা।
বক্তারা কোটা সংস্কার আন্দোলন চলাকালে সকল হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার দাবি করেন। সেই সঙ্গে চলমান কারফিউ তুলে নেয়াসহ দ্রুত ইন্টারনেট সচল করার দাবি জানান।