কোহলির অবিশ্বাস্য রেকর্ডে ভাগ বসালেন সূর্যকুমার

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর সূর্যকুমার যাদব যে ইনিংসটা খেললেন, তাকে টর্নেডো ইনিংসই বলা যায়। ২২৩.০৭ স্ট্রাইকরেটে ৫৮ রান করেন তিনি। তার দলও জিতেছে, নিজে হয়েছেন ম্যাচসেরা। এর মাধ্যমে বিরাট কোহলির একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচ খেলে বিরাট কোহলি ১৬ বার ম্যাচসেরা হয়েছেন। সূর্যকুমার যাদব এই রেকর্ডে ভাগ বসিয়েছেন মাত্র ৬৯ ম্যাচ খেলে, অর্থাৎ বিরাট কোহলির চেয়ে ৫৬ ম্যাচ কম খেলে। এই ফরম্যাটে বিরাট কোহলি অবসর নিয়েছেন। বলা যায় সর্বোচ্চ ম্যাচসেরার রেকর্ডটা এককভাবে নিজের নামে লেখাতে খুব বেশিদিন লাগবে না সূর্যর।

ম্যাচসেরার হওয়ার দৌড়ে কোহলি ও সূর্যকুমারের পর ১৫ টি পুরষ্কার নিয়ে দুই নম্বরে আছেন সিকান্দার রাজা। এ তালিকার সেরা দশজনের তিনজনই ভারতের।

মালয়েশিয়ার ভিরানদীপ সিং, আফগানিস্তানের মোহাম্মদ নবি এবং রোহিত শর্মা এ পুরষ্কারের স্বাদ পেয়েছেন ১৪ বার করে। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও বাংলাদেশের সাকিব আল হাসান পেয়েছেন ১২ বার করে।

শনিবার (২৭ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন সূর্য। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়ের মারে। সূর্যকুমারের টর্নেডো ইনিংসে ভর করে ২০ ওভারে ২১৩ রান তোলার পর ভারত ৪৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে যায়।

See also  ভারতের বিপক্ষে এমন হারের পর যা বললেন বাংলাদেশ অধিনায়ক