ড্রোন কেলেঙ্কারিতে নিষিদ্ধ কানাডার ফুটবল কোচ

কানাডার নারী ফুটবল কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়াও তার দলের ছয়টি পয়েন্ট কেটে নেয়া হয়েছে। অলিম্পিক ফুটবলে প্রতিপক্ষকে ড্রোন দিয়ে নজরদারির অভিযোগ প্রমাণিত হলে এই সিদ্ধান্ত জানিয়েছে ফুটবল সংস্থা ফিফা।

এই মামলায় কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনকে ২ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (২ লক্ষ ডলার) জরিমানা করা হয়েছে। অলিম্পিক ফুটবল উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কানাডার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তাদেরকে হারিয়েছে ২-১ ব্যাবধানে। কিন্তু গত শুক্রবার (২৬ জুলাই) নিউজিল্যান্ডের প্রশিক্ষণে ড্রোন উড়ানোর জেরে কানাডার এই জয় প্রশ্নবিদ্ধ হয়েছে।

কানাডার জাতীয় নারী দলের আরও দুই কর্মকর্তা জোসেফ লোম্বার্ডি এবং জেসমিন মান্ডারকে এক বছরের জন্য ফুটবল সম্পর্কিত সকল কার্যকলাপ থেকে নিষিদ্ধ করেছে ফিফা। আপত্তিকর আচরণ এবং নীতি লঙ্ঘনের দায়ে এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

টোকিও অলিম্পিকে কানাডাকে স্বর্ণ এনে দেয়া প্রিস্টম্যান গত বৃহস্পতিবার ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘ঘটনাটি আমাদের দলের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করে না’। তিনি আরও বলেন, ‘আমাদের এই আচরণের জন্য একমাত্র আমি দায়ী।  আমাদের দলের সততার প্রতিশ্রুতি রক্ষায় কোচিং থেকে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’

কানাডিয়ান অলিম্পিক কমিটি বৃহস্পতিবার প্রিস্টম্যান এবং অন্যান্য কর্মকর্তাদের সাসপেন্ড করেছে। সহকারী কোচ অ্যান্ডি স্পেন্স বাকি গেমসের জন্য কানাডাকে কোচ করবেন।

ফিফার এই সিদ্ধান্তের পর গ্রুপ এ-তে কানাডা মাইনাস তিন পয়েন্টে নেমে যাবে। তবুও কোয়াটার ফাইনাল খেলার আশা বাকি রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ গ্রুপে শীর্ষ দুই হতে না পারলেও সেরা তৃতীয় স্থান অধিকারী দুই দল অলিম্পিক কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

কানাডার আরও দুটি ম্যাচ বাকি থাকলেও গ্রুপ পর্ব অতিক্রম করতে হলে সবকয়টি ম্যাচ জেতার বিকল্প নেই। আগামীকাল সোমবার (২৯ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হবে কানাডা। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স।

See also  ভারতের বিপক্ষে এমন হারের পর যা বললেন বাংলাদেশ অধিনায়ক