পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ ৪ জন্য আটক

নয় দফা দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক আটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিবাদ সমাবেশ থেকে চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মহাসড়কের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এলাকার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুই শিক্ষার্থীর নাম জানা গেছে; তারা হলেন: শাকিল হোসেন (১৮) ও হাবিবুর রহমান বিপ্লব (১৮)। তারা পঞ্চগড় নুরআলা ফাজিল মাদ্রাসার ছাত্র।

জানা গেছে, পঞ্চগড়ের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা। মিছিলটি বের হয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে যেতেই তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই মহাসড়কে বসে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

আটকের বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সাংবাকিকে বলেন, চলমান অবস্থায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। মঙ্গলবার আন্দোলনকারীরা সড়কে নামলে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। যাচাই-বাছাই করে তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।

 

See also  ঢাকায় স্কুলছাত্রীসহ দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যু