রাজশাহীতে অসহায় মানুষদের খাদ্যসামগ্রী দিলেন মেয়র লিটন

নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় সাহেব বাজার জিরো পয়েন্টে সাত শতাধিক মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র।
খাদ্যসামগ্রীর প্রতিটি পকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল এবং ৫০০ মিলি সয়াবিন তেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মেয়র লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, সারাদেশে অরাজকতা ও সহিংসতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষেরা সংকটে পড়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রথম দিনে সাত শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি তবিবুর রহমান, রেজাউল ইসলাম বাবুল, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য শামসুজ্জামান আওয়াল, আশরাফ উদ্দিন খান, আলিমুল হাসান সজল, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ অনেকে উপস্থিত ছিলেন।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার ঘর থেকে