কোটা সংস্কার আন্দোলন সহিংসতার বিশ্বাসযোগ্য বিচার বিভাগীয় তদন্ত দাবি সাকির

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ও স্থাপনায় নৈরাজ্যের বিশ্বাসযোগ্য বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষার্থীদের গ্রেফতার করে সরকার এ কাজ জামায়াত-শিবিরের ঘাড়ে চাপাচ্ছে। রাজনৈতিক পরিচয়হীন ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে নির্বিচারে।

বুধবার (৩১ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন,

সরকার তার জেদ দেখিয়ে ছাত্র আন্দোলনকে অপমানিত করে নির্মমভাবে দমন করেছে। তারা সর্বোচ্চ শক্তি ব্যবহার করে শিশুসহ অসংখ্য মানুষ হত্যা করেছে। ৭১ এর পর যার নজির কখনও দেখেনি দেশের মানুষ। সরকার তাদের সবকিছুর দায় বিরোধী দলগুলোর ওপর চাপাচ্ছে-এ কথা জানিয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও স্থাপনায় নৈরাজ্যের বিশ্বাসযোগ্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেন, শিক্ষার্থীদের গ্রেফতার করে সরকার এ কাজ জামায়াত-শিবিরের ঘাড়ে চাপাচ্ছে। রাজনৈতিক পরিচয়হীন ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে নির্বিচারে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,

সরকারকে সব দায়দায়িত্ব নিতে হবে। মুক্তিযোদ্ধাদের ৭১ সালে যেভাবে পাক-হানাদার বাহিনী ব্লক রেইড দিয়ে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করত। সেই পাকিস্তানি জামানার মতো ২০২৪ এসে ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে সরকারের বাহিনীগুলো।

তিনি বলেন,

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা সরকারকে গুডবাই জানিয়ে দিয়েছে। সরকারের ভাগ্য এখন চিকন সুতার ওপর ঝুলছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি পেশাদার ভূমিকায় থাকে, তাহলে সরকার পালাবার পথ পাবে না। সাইফুল হক আরও বলেন, শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তা রাজনৈতিক সংকট। তাই রাজনৈতিক সমাধানের জন্য সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণ পুঞ্জিভূত ক্ষোভই এ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাবে।

তিনি বলেন,

সরকার শিক্ষার্থীদের আন্দোলনে যে যুদ্ধ ঘোষণা করেছে, তার বলিরপাঠা বানাতে বিএনপি-জামায়াতের ঘাড়ে তারা দায় চাপাচ্ছে। ক্ষমতাসীনরা সন্ত্রাস দমন আইনে জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে সরকার যে গত ১৫বছর ধরে, মানুষের ওপর যে সন্ত্রাস চালিয়েছে তার বিচার, ভবিষ্যতে দেশের মানুষ করবে।

See also  ঢাকায় স্কুলছাত্রীসহ দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

একই অনুষ্ঠানে জেএসডির (রব) সহ-সভাপতি তানিয়া রব বলেন, সরকার রাষ্ট্র ও দল একসাথে করে গুলিয়ে ফেলেছে। এদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলে সরকার তা প্রতিহত করবে।