ইরানের তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রেসিডেন্ট আব্বাস এই হত্যাকাণ্ডের (ইসমাইল হানিয়া) তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘ কাপুরুষোচিত কাজ’ এবং একটি ‘বিপজ্জনক মোড়’ বলে বর্ণনা করেছেন। এছাড়া ‘ইসরাইলি দখলদারিত্বের মুখে ধৈর্য্যধারণ ও অবিচল থাকার’ আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন।
এতে আরও বলা হয়, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।
হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হামাস। তাতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে ‘বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে’ নিহত হয়েছেন ইসমাইল হানিয়া।
এদিকে, হানিয়াকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড বলছে, ঘটনার তদন্ত চলছে।
অন্যদিকে, এ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করা হলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটি। সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘তারা হনিয়ার মৃত্যুর বিষয়ে বিদেশি গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না।’