হিমাচলে ভারি বৃষ্টিপাতে মৃত ২, নিখোঁজ অর্ধশতাধিক

  
  
        
  

ভারতের হিমাচল প্রদেশের তিনটি জেলায় ভারি বৃষ্টিপাতে দুইজনের মৃত্যু এবং ৫৩ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (৩১ জুলাই) রাতে ভারতের হিমাচল প্রদেশের সিমলা, মান্দি এবং কুল্লু জেলায় প্রবল বৃষ্টিপাত হয়। এতে দুইজনের মৃত্যু এবং ৫৩ জন নিখোঁজ হন।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এক বিবৃতিতে জানান, হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অসংখ্য স্কুল, কলেজ এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়েছে ঘরবাড়ি।

এছাড়াও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। দুর্ঘটনার পরপরই সব সরকারি সংস্থা উদ্ধারকাজ শুরু করেছে। এতে সেনা এবং বিমান বাহিনীও যোগ দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারি বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

See also  হামাস প্রধান হত্যার তীব্র নিন্দা ফিলিস্তিনি প্রেসিডেন্টের