ছাত্র হত্যা, গ্রেফতার ছাত্রদের মুক্তি ও ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে গণমিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজ শেষ করে গাইবান্ধা শহরের বড় সমজিদ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আন্দোলনকারী শিক্ষার্থীরা গণমিছিল বের করলে মিছিলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাজার গোল চত্বরে অবস্থান নেন। এ সময় রাস্তা অবরোধ করে বৃষ্টিতে ভিজে দেড় ঘণ্টাব্যাপী সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে যোগ দেন অভিভাবক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ।
সমাবেশ থেকে দ্রুত ছাত্র হত্যার ঘটনায় দায়িদের শাস্তি, গ্রেফতার ছাত্রদের মুক্তি ও ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।