নরসিংদী শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের হামলা আহত ১০ জন

মোঃ ফারদিন হাসান দিপ্তঃ নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে গণমিছিল নিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা শহরের উপজেলা মোড় এলাকায় গেলে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এ হামলায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। তখন পুলিশের উপস্থিত দেখা যায়।

পূর্বঘোষিত প্রার্থনা ও ছাত্র–জনতার গণমিছিল কর্মসূচি নিয়ে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থানের চেষ্টা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা।

স্থানীয়রা জানান, আজ দুপুরের আগে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠি নিয়ে অবস্থান নেয়। দুপুর পৌঁনে ৩টার দিকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে আন্দোলনকারীদের অনেকেই আহত হন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ কিছু করেনি।

See also  শহীদ মিনারে আন্দোলনকারীদের ঢল