ফেলপসের রেকর্ড ভেঙে প্যারিস অলিম্পিকে চতুর্থ সোনা জয় মারশাঁর

প্যারিস অলিম্পিককে স্বর্ণপদক জয়ের উৎসবে পরিণত করেছেন ফ্রান্সের সাঁতারু লিওঁ মারশাঁ। আসরে চতুর্থ সোনা জয়ের পথে তিনি গড়েছেন অলিম্পিকে নতুন রেকর্ড। ২২ বছর বয়সী এ ফরাসি ভেঙেছেন কিংবদন্তি মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের রেকর্ড।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে রেকর্ড গড়েছিলেন ফেলপস। ১৬ বছর পর প্যারিসে শুক্রবার (২ আগস্ট) ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড সময় নিয়ে সে রেকর্ড ভেঙেছেন মারশাঁ।

এই ইভেন্টে ১:৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট। আর চীনের ওয়াং শান ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে।

এদিকে অলিম্পিকের রেকর্ড ভাঙলেও মারশাঁ অল্পের জন্য ভাঙতে পারেননি বিশ্বরেকর্ডটি। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির বিশ্ব রেকর্ডটি যুক্তরাষ্ট্রের রায়ান লোচটের। ২০১১ সাল থেকে টিকে থাকা ১ মিনিট ৫৪ সেকেন্ডের রেকর্ডটি মাত্র ০.০৬ সেকেন্ডের জন্য ছুঁতে পারেননি ২২ বছর বয়সী ফরাসি সাঁতারু।

অলিম্পিক ইতিহাসে চতুর্থ সাঁতারু হিসেবে এক আসরে ৪টি স্বর্ণপদক জিতেছেন মারশাঁ। এর আগে ২০০ মিটার বাটারফ্লাই,  ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। মারশাঁর আগে ২০০৪ ও ২০০৮ সালে মাইকেল ফেলপস, মার্ক স্পিটজ ১৯৭২ আর ক্রিস্টিন ওটো ১৯৯৮ আসরে এ কীর্তি গড়েছিলেন।