বৃষ্টি উপেক্ষা করে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকে সমর্থন দিয়ে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বৃষ্টি উপলক্ষ্যে করে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের শেরে বাংলা পার্ক চত্বরে ঢাকা পঞ্চগড় মহাসড়কে অবস্থান করছে। এ সময় শ্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ। কঠোর অবস্থানে প্রশাসন, পুলিশ। বর্তমানে বৃষ্টির মাঝে আন্দোলন চলমান রেখেছে তারা। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় অনেকেই একাত্মতা ঘোষণা করে নেমে পড়েছে।

দেখা গেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনে শিক্ষার্থীর আহ্বান করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে শেরে বাংলা পার্ক চত্বর থেকে আন্দোলনকারীদের একটি অংশ জেলা পরিষদের সামনে থানা সড়কে বাঁশ ফেলে গতি রোধ করে রাখে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় সময় সংবাদকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে যেন কোনো সহিংসতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে তাদের নিরাপত্তা দিতে অবস্থান করছি আমরা। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

See also  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা