রাজশাহীতে ৯ দফা দাবি আদায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সকাল ১০ টার দিকে আন্দোলনকারীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা রুয়েটের সামনের সড়ক অবরোধ করেন। একই সময় নগরীর নর্দান মোড় থেকে শিক্ষার্থীদের আরও একটি মিছিল এসে সড়ক অবরোধকারীদের সঙ্গে যোগ দেন।
পরে আন্দোলনকারীরা রুয়েটের সামনে থেকে মিছিল নিয়ে তালাইমারি হয়ে নর্দানের মোড়ে যান। সেখান থেকে ঘুরে একই স্থানে এসে আবারও বিক্ষোভে মিলিত হন। বৃষ্টি শুরু হলে তালাইমারি মোড়ে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। এরপর আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে যেয়ে নগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্য সাইফুল ইসলামকে মারধর করেন। তার মাথা ফেটে গেলে ঘটনা স্থলে উপস্থিত সাংবাদিকরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গেট থেকে মিছিল নিয়ে তালাইমারি, ভদ্রা হয়ে এসে রেলগেটে অবস্থান নেয় আন্দোলনরতরা। মিছিল নিয়ে আসা ও রেলগেটে অবস্থানের সময় তালাইমারি, ভদ্রা ও রেলগেটে পুলিশ বক্স ভাঙচুর করে তারা৷ এ সময় কয়েকজন শিক্ষার্থী এক যুবককে ও মারধর করে। আন্দোলন চলাকালে সারা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা রেলগেটে অবস্থান শেষে ফিরে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদেরও সরব উপস্থিতি ছিল।
এদিন পুলিশ সদস্যদের সেভাবে উপস্থিতি ছিল না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন।