সিলেটে গুলিতে আহত সাংবাদিক

  
  
        
  

কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হয়েছেন দৈনিক কালবেলার সিলেট ব্যুরো চিফ মিঠু দাস জয়। তাকে উদ্ধার করে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩ টার দিকে সিলেটের সুরমা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে সুরমা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক গিয়ে আবার সুরমা আসার সময় পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে দফায় দফায় হয় সংঘর্ষ।

পরে সুরমা এলাকাস্থ মাউন্ড এডোরা হাসপাতালে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ সেখানেও হামলা করে। এতে পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ ১০০ জনেরও বেশি আহত হয়। পরে ৮ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করে। পরে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমরা ৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি।’

See also  গাইবান্ধায় পুলিশের বাধা ভেঙে বৃষ্টিতে ভিজে গণমিছিল