সরকার পতনের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলন বাস্তবায়নের দাবিতে বরগুনায় সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চান্দখালী এলাকায় তারা অবস্থান নেন। এ সময় চার শতাধিক আন্দোলনকারী সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
স্থানীয়রা জানান, আন্দোলনে অংশ নেয়া সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। যাদের অধিকাংশই শিশু ও কিশোর। সকাল ১০টার দিকে চান্দখালী ব্রিজে তারা অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন।
চান্দখালী বাজারের ব্যবসায়ী কালাম বলেন, ‘আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। তারা কোনো গাড়ি ভাঙচুর কিংবা কারো ওপর হামলা করেনি।
বরগুনার সমন্বয়ক আকাশ বলেন, ‘আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।