বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পদত্যাগ করেননি গভর্নর

সঙ্গে মত বিনিময়কালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান।

কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের ব্যাংকের গভর্নর রিজাইন দিয়েছেন কিনা জানতে চাইলে কাজী সাইদুর রহমান বলেন, গভর্নর সাহেব দেশে আছেন, তিনি রিজাইন দিয়েছেন কিনা জানতে চাইতে কাজী সাইদুর রহমান বলেন, এটা আমাদের বিষয় না, আমরা জানি না। তিনি সকালেও আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আজ অফিসে আসেনি। বলেছেন তোমাদের মতো তোমরা চালিয়ে নাও।

বিভিন্ন ব্যাংকে উত্তেজনা প্রসঙ্গে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান বলেন, ব্যাংকের যে সকল শাখা ঝুঁকি পূর্ণ মনে হবে সে সব শাখা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিবে স্ব স্ব ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে অনকল যে কোনো প্রকার হাঙ্গামা মোকাবিলা করা যায়।

এছাড়া যাতে কোনো টাকা দেশের বাইরে পাচার হতে না পারে সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ল ডিপার্টমেন্ট কাজ করবেন।

বিভিন্ন ব্যাংকে উত্তেজনা প্রসঙ্গে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান বলেন, ব্যাংকের যে সকল শাখা ঝুঁকি পূর্ণ মনে হবে সে সব শাখা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিবে স্ব স্ব ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে অনকল যে কোনো প্রকার হাঙ্গামা মোকাবিলা করা যায়। এছাড়া যাতে কোনো টাকা দেশের বাইরে পাচার হতে না পারে সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ল ডিপার্টমেন্ট কাজ করবেন।