পুরোনোদের পুরোনো চিন্তা দিয়ে দেশের মুক্তি হবে না বলে উল্লেখ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, আমি এই পরামর্শ দেই, পুরোনোদের বাদ দাও, তাদের এই পুরোনো চিন্তা দিয়ে দেশের মুক্তি হবে না। এটা শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার কথা। তোমাদের মধ্যে যে শক্তি আছে, সৃজনশীলতা, তা শুধু বইখাতায় লেখার জিনিস না। এটাকে প্রয়োগ করার জিনিস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তরুণ সমাজকে এটা বোঝানো যে, এই দেশ তোমাদের। তোমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছো। তোমরা এ দেশকে তোমাদের মনের মতো করে গড়তে পারবে। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে।