শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। থানা, সরকারি-বেসরকারি স্থাপনা, আওয়ামী লীগের কার্যালয়, দলের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িতে এসব হামলা করা হয়।
সদর, বিজয়নগর, আখাউড়া, নবীনগর, সরাইল, আশুগঞ্জ ও কসবায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের প্রতিহত করতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার এবং এর আগের দিন এসব ঘটনা ঘটে। তবে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার নতুন করে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি।
সদর
জেলা শহরের সদর থানাধীন হালদার পাড়া এলাকায় আওয়ামী লীগের সংসদ সদস্যের কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টুর বাসভবন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন এর বাড়ি এশিয়া ব্যাংক, সদর থানা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবসহ আরো অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ ও লুটপাট করেছে সুযোগ সন্ধানীরা।
বিজয়নগর
সোমবার বিজয়নগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিরধার বাড়িতে প্রথমে ভাংচুর তারপর লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে একেবারেই ধ্বংসাস্থানে পরিনিত করেছে।এছাড়াও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান যুবলীগ কাউছার ভুইয়া এস এম মাহবুব হোসাইন ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল বাছির মেম্বার সহ আরো অনেক নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
কসবা
গত সোমবার উপজেলার পানিয়ারূপ গ্রামে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা।এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, কসবার পানিয়ারূপ গ্রামে আইনমন্ত্রীর বাড়ির টিনশেড দালান ঘর ও দোতলা নতুন ভবনে ঢুকে হামলা-ভাঙচুর করার পর মালামাল লুট করা হয়। মালামাল লুটের পর তার বাড়ির টিনের চালা পর্যন্ত খুলে নেওয়া হয়। পরে অগ্নিসংযোগ করে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়৷
আখাউড়া
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বাসভবনেও ভাঙচুর করার পর আগুন দেওয়া হয়েছে। হামলা চালানো হয় আখাউড়া পৌরসভা কার্যালয়েও।
একই সময়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং প্রতিটি অফিস কক্ষে লুটপাট চালানো হয়। এছাড়া আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ ভবন এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলুর বাড়িতে হামলা করা হয়েছে।
নবীনগর
উপজেলার শিবপুরে আওয়ামী লীগের কার্যালয় ও ছলিমগঞ্জে আওয়ামী লীগের অফিস ভাংচুর ও নবীনগর থানায় ও হামলা করে আন্দোলনকারীরা এছাড়া নবীনগরে আর কোথাও ভাংচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায় নি।
সরাইল
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, যুবলীগ নেতা শাহ মো. কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ বাপ্পির বাসভবন হামলার শিকার হয়।সরাইল-নাসিরনগর সড়কের পাশে বড্ডাপাড়া এলাকায় মৃধা ফয়সাল আহমেদ দুলালের তিনতলা ভবনে হামলা চালায়। তারা ভবনের গ্লাস ভাঙার পাশাপাশি ওই ভবনের ভাড়াটিয়া দৈনিক প্রথম আলোর সরাইল প্রতিনিধি মোহাম্মদ বদর উদ্দিনের মোটরবাইকটি পুড়িয়ে দেয়।
আশুগঞ্জ
গত রবিবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে আশুগঞ্জ থানায় হামলা করে আন্দোলনকারীরা।পরে পুলিশের ফাকা গুলি ও টিয়াশেল নিক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজার পুলিশ বক্সে ভাঙচুরও হয়েছিল।