যশোরে যুবককে গলা কেটে হত্যা

যশোরে জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) সদর উপজেলার আড়পাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম মিঠু প্রবাসে ছিলেন। দুই বছর আগে বাড়িতে এসে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মিঠু বাহাদুরপুর ইউনিয়নের আড়পাড়া এলাকার মোদাচ্ছের আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে বন্ধুরা চা পানের জন্য ডেকে নিয়ে যান। রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ৬টার দিকে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যার কারণ ও খুনিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা-আগুন