উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক

মোঃ মামুন সেখ

সিরাজগঞ্জ  প্রতিনিধি৷

বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রায় ৪০০ একর জমিতে বাস্তবায়ন হচ্ছে বিসিক শিল্প পার্ক৷ শিল্প মন্ত্রনালয়ের অধীনে এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ৭১৯ কোটি টাকা৷ এরই মধ্যে প্রায় শেষের পথে শিল্প পার্কের অবকাঠামোগত কাজ৷ বসানো হয়েছে বিদ্যুৎ এর খুটি আর গ্যাস লাইনের পাইপ৷ এই শিল্প পার্কের আয়তন ২৭০ একর৷ রাত দিন কাজ করায় এই মাসেই শেষ হবে সব কাজ৷ আর শিল্প কারখানাটি চালু হলে সিরাজগঞ্জ ঘিরে তৈরি হবে নতুন শ্রমবাজার মনে করছেন উদ্যেক্তারা৷

সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে ৮২৯ টি প্লটে কমপক্ষে ৫৭০ টি ছোট বড় মাঝারি কারখানা গড়ে তোলা হবে৷ এতে কর্মসংস্থান হবে প্রায় এক লক্ষাধিক মানুষের৷

উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক জনাব জাফর বায়েজিদ বলেন আমাদের বিসিক শিল্প পার্কের কাজ প্রায় শেষের দিকে৷ আগামী মাসেই প্লট বরাদ্দের দরপত্র প্রকাশের প্রস্তুতি চলছে ৷

স্থানীয় সংসদ সদস্য ডাঃ জান্নাত আরা তালুকদার হেনরি আমাদের এ কথা জানিয়েছেন যে, এই বিসিক শিল্প পার্কের সাথে রয়েছে নৌ, রেল ও সড়ক পথের সহজ যোগাযোগ৷ এতে উদ্যোক্তারা বাড়তে সুবিধা পাবে এবং বিসিক শিল্প পার্ক তৈরির মাধ্যমে উত্তরবঙ্গে ব্যবসায়িক ভাব গড়ে ওঠা সম্ভব বলে মনে করছেন তিনি৷

See also  যশোরে যুবককে গলা কেটে হত্যা