সিরাজগঞ্জে হরেক রঙ্গে দেয়াল রাঙ্গাচ্ছে শিক্ষার্থীরা

 

মো মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি৷

বাংলাদেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করেছে উল্লেখ করে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়কের দেয়াল রং তুলির ছোয়ায় হরেক রঙ্গে রাঙ্গিয়ে তুলছে শিক্ষার্থীরা৷ শনিবার ও রবিবার দিনভর তারা শহরের যমুন নদীর হার্ডপয়েন্ট, পৌরসভা রোড, পদ্ম পুকুর, সবুজ কানন স্কুল,মহিলা কলেজ, সিরাজগঞ্জ সরকারী কলেজসহ বিভিন্ন সড়কের দেয়াল রং তুলি দিয়ে হরেক রকমের গ্রাফিতি ও স্লোগান লিখেছেন৷

একই সাথে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার শহীদ আবু সাঈদের প্রতীকী বিভিন্ন দেয়াল ফুটিয়ে তুলেছে৷

দেয়াল রাঙানো শিক্ষার্থী জেরনি শারমিন জুই, জান্নাত খান মিম, রুমানা ও ইমরান রানা জানান, তাদের অনেকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছেন৷ আর এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষয় ক্ষতি গুলো পুষিয়ে নিতে তারা রাস্তাঘাট দেয়াল পরিষ্কার কেউবা দেওয়াল রঙ্গ করছে৷

See also  রাজশাহীতে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত