নওগাঁ জেলার ১১ থানায় পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় জনমনে আতংক কেটে গিয়েছে অনেকটায়। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ কার্যক্রম শুরু করায় জনসাধারনকে তাদের সেবা নিতে থানায় আসতে দেখা যায়।
জানমালের নিরাপত্তায় বেশ কয়েকদিন থেকে সেনবাহিনীর সদস্যদের কঠোর ভুমিকা পালন করতে দেখা গিয়েছে।সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁয় তেমন কোন সহিংসতা না হলেও নিজেদের নিরাপত্তার জন্য বুধবার থেকে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনীর সদস্যরা।
কিন্তু সকল ভেদাভেদ ভুলে জনগণের সেবায় ফিরে আসায় জনসাধারণ তাদের সাদরে গ্রহণ করেছে।সেই সাথে পুলিশ যে জনগনের বন্ধু তা প্রমান করার সুযোগ এসেছে বলেও মতামত ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গতকাল থেকেই জেলার ১১টি উপজেলার সকল থানার কার্যক্রম শুরু হয়েছে এবং সেনাবাহিনীর সাথে যৌথ টহল চলমান রয়েছে।
সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারও দায়িত্ব পালন করতে শুরু করেছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।