মো মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি৷
সিরাজগঞ্জের ট্রাফিকের দায়িত্ব ছাত্রছাত্রী নেওয়ার পর বেড়েছে মোটরসাইকেল চালকদের হেলমেট এর ব্যবহার। আজ ১৩ই আগস্ট সোমবার সিরাজগঞ্জ শহরের অলিতে গলিতে এমনই দৃশ্য চোখে পড়ে।
আওয়ামী লীগ সরকারের আমলে, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়ন করার জন্য পুলিশকে কঠোর নির্দেশনা দিলেও সেই সময়ে শতভাগ হেলমেটের ব্যবহারের বাস্তবায়ন করতে পারেনি ট্রাফিক বিভাগ। কিন্তু গত কয়দিনে সিরাজগঞ্জের বিভিন্ন ছাত্র-ছাত্রী গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালনকালে ছাত্রছাত্রীরা হেলমেট ব্যবহার করতে বাধ্য করেন।
মোটরসাইকেল চালক আহমেদ আলী বলেন, শুরুতে হেলমেট ব্যবহার না করার জন্য ছাত্রছাত্রীরা আমাদের নিজ নিরাপত্তার জন্য ব্যবহার করতে অনুরোধ করেন। কিন্তু ২-৩ দিন পর হেলমেট ব্যবহার না করার জন্য ৩০ মিনিট করে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালনের পানিশমেন্ট প্রদান করেন। যে কারণেই ইতিমধ্যে আমি হেলমেট কিনতে বাধ্য হয়েছি। আগের থেকে এখন মোটরসাইকেল চালকদের হেলমেট এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
সিরাজগঞ্জ চৌরাস্তা মোর এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা সিরাজগঞ্জ সরকারি কলেজের বি.এন.সিসির” সদস্য ক্যাডেট আরাবি সুলতানা বলেন, শুরুতে অনেকেই হেলমেট ব্যবহার করতে চাইতো না কিন্তু বর্তমানে আমাদের অনুরোধে হেলমেটের ব্যবহার করা শুরু করেছে। শহর দিয়ে চলাচল করা অধিকাংশ মোটরসাইকেলের চালক হেলমেট ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
স্মার্ট বাইকার দোকানের মালিক ফারুক হোসেন জানান, হেলমেট বর্তমানে ব্যাপক বিক্রি হচ্ছে।
সিরাজগঞ্জ শহরে বের হলেই দেখা মিলে বাইকারদের মাথায় হেলমেট। যা পুলিশ করতে পারিনি তা ছাত্রছাত্রীরা করে দেখিয়ে দিয়েছে। আইনের জন্য না হলেও প্রতিটি বাইক চালকদের নিজের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করা উচিত৷