শেখ হাসিনাকে দেশে এনে জাতির সামনে বিচার করতে হবে: দুলু

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত এনে জাতির সামনে বিচার করতে হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নাটোরের শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে ছাত্র-জনতা গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন দুলু।

তিনি বলেন, ‘ভারতের অপরাধী বাংলাদেশে আটক হলে তাকে ভারতে পাঠানো হয়। বাংলাদেশের অপরাধী ভারতে আটক হলে তাকে বাংলাদেশে পাঠানো হয়। তাহলে ছাত্র আন্দোলনে গণহত্যার নায়ক শেখ হাসিনা, তাকেও দেশে এনে বিচার করতে হবে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে দুলু আরও বলেন, ‘শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত এনে জাতির সামনে বিচার করুন।’

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

See also  নোয়াখালীতে সাবেক ২ এমপিসহ ১৪৩ জনের বিরুদ্ধে থানায় মামলা