সাঈদীর মৃত্যুতে শোক জানানো নিপিড়নের শিকার পুলিশ কর্মকর্তার ন্যায় বিচার প্রত্যাশা

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোকের পোষ্ট দেয়াকে কেন্দ্র কওে পুলিশি নিপিড়নের শিকার হয়েছিলেন পুলিশ পরিদর্শক খালিদ খায়রুল।

গত বছরের ১৪ আগষ্ট বরেণ্য এ আলেমের মৃত্যুকে ঘিরে দেশে তো বটেই বর্হিবিশ্বের অনেক ইসলামিক স্কলারও শোক জানিয়েছিলেন।

তার এ পোষ্ট দেয়াকে কেন্দ্র ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর খালিদ খায়রুলকে খাগড়াছড়িতে বদলি করা হয়।

জানা যায়,মেধাবী এই পুলিশ কর্মকর্তা খালিদ খায়রুল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর বিসিএসসে ভাইভা পর্যন্ত গিয়েছিলেন।

২০০১ সালে রাজশাহী বিভাগে এসআই পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়ে পুলিশে যোগদান করেন। পুলিশে থেকে জাতিসংঘের পুলিশ অবজার্ভার হিসাবে মিশনে ১ বছর দায়িত্বও পালন করেন।

এছাড়াও তিনি ডিএমপির ডিবি,শিল্প পুলিশ,আরএমপির বোয়ালিয়া ও ডিবির পরিদর্শক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

খালিদ খায়রুল বলেন,বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি নানাভাবে উর্ধ্বতন পুলিশ কর্মর্তাদের নিপিড়নের শিকার হয়েছেন। শুধুমাত্র এই পোষ্ট দেয়াকে কেন্দ্র করে তাকে নানাভাবে নাজেহালও করা হয়েছে।

তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন,তৎকালীন এপিবিএন এর ডিআইজি প্রশাসন মোল্ল্যা নজরুল তার অফিসে ডেকে এনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একই সাথে বলেন তোর এত বড় সাহস জলে বাস করে কুমিরের সাথে লড়াইয়ের চিন্তা করো। তোর মতো কত অফিসার ডিআইজি পর্যন্ত খালি হাতে বাড়ি গেছে আর তুই তো সামান্য ইন্সপেক্টর।

এই সালারে পোশাক খুলে এখনই হ্যান্ডকাপ লাগান,ওর বিরুদ্ধে রাস্ট্রদ্রোহী মামলা দিয়ে সালারে হাজতে পাঠান। এরকম আরও অনেক হুমকি দিয়েছিল।

তিনি বলেন,খাগড়াছড়ি থেকেও বদলি করা হয়েছে। বর্তমানে রাঙ্গামাটির বেতবুনিয়ার এপিবিএন পিএসটিএস কর্মরত রয়েছেন। যেহেতু একটি ছাত্রজনতার বৈপ্লবিক একটি অভ্যুথানের মাধ্যমে সরকারের পতন হয়েছে সেহেতু বর্তমান সরকারের নিকট ন্যায় বিচার প্রত্যাশা করেছেন তিনি।

See also  থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ সুধারাম থানার ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে মামলা