হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক দল থেকে বহিষ্কার

হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কাজের অভিযোগ ওঠায় আজ বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এ–সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির একটি সূত্র জানায়, ওলিপুর শিল্প এলাকায় কোটি টাকার মূল্যের একটি জমি নিয়ে জেলা যুবলীগ নেতা ফজলে রাব্বীর সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। ফজলে রাব্বী জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক আবুল হাশিমের ভাগনে। ৫ আগস্টের পর ওই জমিতে ‘রাসেল মার্কেট’ লিখে একটি সাইনবোর্ড টানানো হয়। এই সাইনবোর্ডে লেখা হয়, এ মার্কেটের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম।

এ–সংক্রান্ত অভিযোগ কেন্দ্রীয় বিএনপিকে জানানো হলে আজ রাতে আবুল হাশিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে আবুল হাশিম বলেন, এ–সংক্রান্ত কোনো দলীয় সিদ্ধান্তের বিষয়ে তাঁর জানা নেই।

 

See also  শেখ হাসিনার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

1 thought on “হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক দল থেকে বহিষ্কার

Comments are disabled.