
বাবা একসময় খাবারের দোকান চালাতেন এখন সেই পিতার সন্তান Ryan Reynolds আজ হলিউডের বিগ বাজেট ফিল্মের সুপার হিরো Deadpool, চারদিনে যার বক্স অফিস কালেকশন ৪ হাজার কোটি টাকা। Deadpool & Wolverine মুভিটি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে যেন সুনামি এসেছে, Ryan Reynolds এবং Hugh Jackman আবারো প্রমান করলেন এখনো সুপারহিরো মুভি জগতে ভালবাসার নাম marvel, তবে আপনি কি জানেন বর্তমানে Ryan Reynolds একজন সফল শিল্পপতি , যার সমস্ত কোম্পানির বার্ষিক টার্নওভার প্রায় ১ হাজার মিলিয়ন মার্কিং ডলার, viewar আজকের ভিডিও তে আমরা জানব
অভিনেতা Ryan Reynolds এর উথান গল্প,তার সফলতার গল্প যেখানে কিভাবে একজন সাধারন পরিবারে জন্ম নেওয়া ছেলেটি আজ হলিউডে প্রথম সারির সুপারস্টার হল।
১৯৭৬ সালে ব্রিটিশ কলমবিয়া ভেংকিউবারে জন্ম হয় রায়ান রেন্লস এর, রাইনের বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, তার মা একজন ডিপার্টমেন্টাল স্টোর এ একজন salesman হিসেবে কাজ করতেন, রায়ান ছাড়াও ওনার আরো ৩ ভাই ছিলেন ৬ জনের এই সংসারে আর্থিক টানাপোড়া থাকলেও রায়ান এর মা বাবা কখনো নিজেদের ছেলেদের উপর জোর করে কোন কিছু চাপিয়ে দেন নি,পরিবার এর আর্থিক সচ্ছলতা বজায় রাখতে রায়ান এর বাবা পুলিশ এর চাকরি থেকে রিটায়ার্ড এর পর খাবার এর ব্যবসা শুরু করেন, রায়ন মূলত কৃষক পরিবারের সন্তান রায়ান এর দাদা শেষ বয়স পর্যন্ত চাষাবাদ করেই জিবন কাটিয়েছেন, ছোটবেলা থেকেই মুভিতে অভিনয় করার ইচ্ছে ছিল রায়ান এর, মাত্র ১৩ বছর বয়স থেকে অভিনয় জগতে পা রাখেন রায়েন, সিনেমা জগতে রায়ান এবং রায়ানের পরিবারের কারো সম্পর্ক ছিল না কিন্তু অদম্য চেষ্টা জোরে রায়ান ই তার পরিবার এর প্রথম বেক্তি যেকিনা প্রথম রুপালি পর্দায় যাএা শুরু করেন, কিন্তু কথায় আছে সাফল্য কোন দিন ই রাতারাতি আসে না, এর জন্য প্রয়োজন পরিশ্রম, অধ্যাবশ্যয় এবং জিদ, মাএ ১৩ বছরেই রায়ান বিভিন্ন টিভি সিরিজ এ ছোটখাট চরিএে অভিনয় করা শুরু করেন, দীর্ঘ ছয় বছর অভিনয় করার পর রায়ান এক পর্যায় বিরক্ত হয়ে অভিনয় ছাড়ার সিধান্ত নেন,পরবর্তিতে কোয়ান্টলেন পলিটিক ইউনিভার্সিটি তে পলিটেকনিকাল এ ভর্তি হন। কিন্তু রায়েন এর ভাগে হয় তো অভিনয় করাই লিখা ছিল তাই তো কয়েক মাস এর মধ্যেই পড়াশোনা ছেড়ে পাকাপাকি ভাবেই রায়ান হলিউড এ পাকা পুক্ত ভাবে অভিনয় করার সিধান্ত নেন। তারপর শুরু হল কোঠিন স্টাগল, ছোট বড় সিনেমা সহ বহু টিভি সিরিজ এ ছোটখাটো কাজ করার পর ভাগ্যের চাকা খুলল ২০১৬ সালে মারভেল খ্যাত বিখ্যাত কমিক চরিএ ডেডপুল এ অভিনয় করার পর আর ফিরে তাকাতে হয় নি রায়ান কে। তবে রায়ান কিন্তু একজন অভিনেতাই নয় একজন ভাল Busness man ও, ২০১৮ সাথে রায়ান রেন্ডস একটি আস্ত প্রডাকশন হাউস খুলে ফেলেন, তার পাশাপাশি রায়ান একটি ফরান লিগাল কম্পানির ও মালিক ২০১৯ সালে মিন্ট মোবাইল এর ২৫ শতাংশ কিনে নেন রায়ান,পাশাপাশি একটি ফুটবল ক্লাব এর মালিক ও তিনি, বর্তমানে রায়ান রেন্ডস এর মোট সম্পওির পরিমান সারে তিনশ মিলিয়ন মার্কিং ডলার।