দখলের চিন্তা মন থেকে ঝেড়ে ফেলো, ফেসবুকে প্রিন্স মাহমুদ

ছাত্র ও জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই আন্দোলনে শুরু থেকেই সোচ্চার ছিলেন গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে লিখেছেন, ছিলেন রাজপথেও। আজ শুক্রবার সকালে এই গীতিকার ও সুরকার লিখেছেন, ক্ষমতা পেয়েছে মনে করে এখন যারা অন্যায় করবে তাদের ফলও ভালো হবে না। সাবধান হও। অতীত থেকে শিক্ষা নাও। ভুলে যেয়ো না, ক্ষমতা চোখে ঢাকনি পরিয়ে দেয়। কান মোহর করে দেয়।’

কোন প্রেক্ষাপটে এই ধরনের ফেসবুক পোস্ট দিয়েছেন, তা জানতে যোগাযোগ করা হয় প্রিন্স মাহমুদের সঙ্গে। তিনি সরাসরি কিছু না বললে এটুকু জানালেন, এটা তাঁর এই সময়ের অনুভূতি।

প্রিন্স মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘দখলের লোভ বড় নাছোড়বান্দা। মুখে বলবা রাস্তা ছেড়ে যাব না, আর অন্যায় করে আগামীর আরাম–আয়েশের জিন্দেগি বেছে নিবা, সেই চিন্তা স্বপ্নেও মাথায় এনো না। কে কী অবস্থায় আছো, সব ছবি তোলা আছে। তোমাদের আত্মীয়স্বজনকেও সাবধান করো। এটা দখল, ওইটা দখল, চিন্তা মন থেকে ঝেড়ে ফেলো। চোখ–কান খোলা রাখো।’

ফেসবুক পোস্টের এক পর্যায়ে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘কোনোভাবেই কোনো প্ররোচনায় আইন নিজের হাতে তুলে নিবা না। হিংসা ও প্রতিহিংসার পশু প্রবৃত্তিকে উসকে দিয়ে শয়তান মানুষে মানুষে বিভেদ সৃষ্টির মাধ্যমে পৃথিবীকে অগ্নিকুণ্ডে পরিণত করে—প্রমাণিত হইছে। আর না…আর না। দেশপ্রেম কিন্তু হাত দিয়ে ছোঁয়া যায় না। ভুলবে না, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম। দেশের প্রয়োজনে রাস্তায় থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে…।

 

See also  Ryan Reynolds And His Hollywood Dream